দেবীগঞ্জে নাফকো ১০৮ হাইব্রীড ধান কাটা উপলক্ষ্যে মাঠ দিবস

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ রানা,জেলা প্রতিনিধি,পঞ্চগড় ঃ পঞ্চগড়ের দেবীগঞ্জে নাফকো ১০৮ হাইব্রীড ধান কাটা শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকালে দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদ হলরুমে মাঠ দিবসের আয়োজন করে  সেমকো করপোরেসন লিঃ। নাফকো ১০৮ হাইব্রীড ধান কেটে মাঠ দিবসের উদ্বোধন করে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শ,ম,আশরাফ আলী। এসময় দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা
মো.আব্দুল্লাহ আল-মামুন, দন্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী, নাফকো চিফ বিজনেস কো-অডিটেনটর আশিকুর রহমান, নাফকো এরিয়া সেলস ম্যানেজার শরিফুল ইসলামসহ প্রায় শতাধিক কৃষক উপস্থিত ছিলেন। এবার জেলার প্রায় ৬শ হেক্টর জমিতে নাফকো ১০৮ হাইব্রীড ধান চাষ করা হয়। প্রতি একরে ১২০ মন ধান উৎপাদন হয়েছে। কৃষকরা এ ধান বীজ বপন করে ফলন বেশী পাওয়ায় খুশি ।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item