আদালতের নির্দেশ অমান্য করে সৈয়দপুরে এক নালিশী বিত্তে পাকা ঘরবাড়ি নির্মাণ

মো. জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি-
আদালতের নির্দেশ অমান্য করে সৈয়দপুরের এক নালিশী বিত্তে পাকা ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। গতকাল ওই অভিযোগের প্রেক্ষিতে উপজেলার উত্তর সোনাখুলী মাল্লীপাড়া এলাকায় গিয়ে ঘটনার সত্যতা মেলে। অভিযোগে জানা যায়, সৈয়দপুর উপজেরার উত্তর সোনাখুলী মাল্লীপাড়া এলাকার মৃত ইউসুফ আলী শাহ ফকিরের ছেলে জয়নাল আবেদীন ফকিরের ১৬৭০ খতিয়ানের ৪০০২ দাগের ৯ শতক জমির মধ্যে
সাড়ে ৫ শতক জমিতে একই এলাকার আবু জাফর, আবু বক্কর সিদ্দিকী, সালাউদ্দিন ও মাইদুল ইসলাম জোরপূর্বক পাকা ঘরবাড়ি নির্মাণ করবে বলে হুমকি দিয়ে আসছিল। যার কারণে জয়নাল আবেদীন নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলা নং- পিঃ ৭৫/১৫। মামলা করার পর বিবাদীগণ ক’দিন নিশ্চুপ থাকার পর সম্প্রতি ওই নালিশী বিত্তে গায়ের জোরে পাকা ঘরবাড়ি নির্মাণ কাজ শুরু করেন। ঘরবাড়ি নির্মাণে কেউ বাধা প্রদান করার চেষ্টা করলে তাকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেওয়া হয়। ফরে বাদী জয়নাল ফকির আদালতের স্মরণাপন্ন হলে আদালত নালিশী বিত্তে যাতে করে কেউ স্থাপনা নির্মাণ করতে না পারেন এ নির্দেশ দেন। এ নির্দেশের প্রেক্ষিতে গত ১৪ মে সৈয়দপুর থানার এএসআই শরীফুল ইসলাম ঘটনাস্থল গিয়ে জাফর বাহিনীকে আদালতের দেয়া নোটিশ প্রদান করেন। কিন্তু কে শোনে কার কথা। এএসআই শরীফুল ইসলাম ঘটনাস্থল ত্যাগ করার সাথে সাথে নালিশী বিত্তে পুণরায় পাকা ঘরবাড়ি নির্মাণ করা শুরু করে দেয় জাফর বাহিনীরা। এর ফলে জয়নাল আবেদীন পুণরায় ন্যায্য বিচারের জন্য আদালতের সহযোগিতা কামনা করেছেন।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item