ডোমারে ঐতিহ্যবাহী মটর সাইকেল খেলা অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক
নীলফামারী প্রতিনিধিঃ- নীলফামারী ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মটর সাইকেল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের আজিজার মিয়া হাট এলাকার বাগডোরা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাক উত্তলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দিনভর নানা কর্মসূচির মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কাকার বিতরণ করা হয়। বাগডোকরা বহুমূখী সংঘ আয়োজিত
অর্কশনীয় খেলা হিসাবে ছিল ধীরগতিতে মটর সাইকেল চালনা। ওয়াহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবঃ শিক আব্দুস ছমাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবঃ শিক বজলার রহমান,রবিউল ইসলাম,বিশিষ্ট ব্যাসায়ী আনজারুল ইসলাম বাবুল,হাফিজুল ইসলাম,দিপু চৌধুরী,আব্দুল খালেক,লিটন চৌধুরী প্রমূখ। এছাড়াও উক্ত বিদ্যালয়ের সকল শিক/শিকিা সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ  উপস্থিত ছিলেন। দিভর খেলাধুলা শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। আর্কশনীয় খেলা হিসাবে ছিল মটর সাইকেল চালনা। খেলা দেখতে আসা হাজারো মানুষের  ঢল নামে,যেনো বিদ্যালয় মাঠ যেনো মানুষের মিলন মেলায় পরিনত হয়েছে।এদের মধ্যে নারী দর্শকদের  উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বাগডোকরা বহুমূখী সংঘের সভাপতি আব্দুল খালেক জানান,দির্ঘ ৫ বছর ধরে এখানে দেশে জাতীয় দিন গুলোতে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশী নানাধরণের অনুষ্ঠান করে আসছি শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হচ্ছে। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে,কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে তিনি জানান।

পুরোনো সংবাদ

রংপুর 2745146740335014113

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item