ডোমারে ৪ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান।

আনিছুর রহমান মানিক
ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ- নীলফামারী ডোমারে বিশ্ব শান্তি কল্পে কলিযুগের জীবের মুক্তি কামনায়।স্বর্গীয় তুলসীদাস ব্রজবাসী(বাচ্চাসাধুর) মৃত্যু বার্ষিকী উপলে ৯ম বার্ষিকী ৪দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত। ২৯মার্চ রবিবার ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা,শুভ অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে যজ্ঞানুষ্ঠানের  শুভ উদ্বোধন ঘোষনা করা হয়। ৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা শ্রী শ্রী দেবাদীদেব মহাদেব বাচ্চাসাধুর আশ্রমে
এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি বাবু রাজেন্দ্র নাথ রায়ের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ইছাহাক আলী। বিশেষ অতিথি মাহিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক বাবু গিরিশ চন্দ্র রায়.উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিমুন,ইউপি সদস্য হাচানুর ইসলাম,পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ দোলন চন্দ্ররায়। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বোড়াগাড়ী ইউনিয়র যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মুকুল,কলম্বো রায়,মনিন্দ্রনাথ,হরিপদ,অরুন,হরিদাস,অনিল,বাবুল চন্দ্র,সত্যেন্দ্র নাথ,গজেন্দ্র নাথ,হরিকান্ত,উমাচরণ প্রমূখ। উক্ত মহানাম যজ্ঞানুষ্ঠনে দেশের সুনামধন্য দলের মধ্যে নারী পুরুষ মিলে মোট ১২টি দল নামসুধা  পরিবেশন করবেন। কীর্ত্তন দেখতে  পার্শবতী উপজেলা দেবীগঞ্জ,ডিমলা,জলঢাকা থেকে আসা হাজারো ভক্তের ঢল নামে,যেনো আশ্রম প্রাঙ্গন মিলন মেলায় পরিনত  হয়েছে। এর মধ্যে নারী ভক্তদের উস্থিতি ছিল চোখে পড়ার মতো। উল্যেখ্য ২৮মার্চ থেকে শুরু করে ৩এপ্রিল পর্যন্ত নামসুধা চলবে। পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ দোলন চন্দ্ররায় জানান, ২০০৬ সালে বাচ্চা সাধুর মৃত্যুর পর থেকে দির্ঘ ৯বছর যাবত এই আশ্রমে যজ্ঞানুষ্ঠান,কির্ত্তন,হিন্দু ধর্ম সভা সহ দূর্গো উৎসব পরিচালনা করে আসছি। ৪দিনের অনুষ্ঠানে প্রায় ২ লাধিক অর্থ ব্যায়। শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হচ্ছে। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে,কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব বলে মত প্রকাশ করেন। 

পুরোনো সংবাদ

রংপুর 6536513944049745896

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item