নীলফামারীতে নারী জনপ্রতিনিধিদের নিয়ে কর্মশালায় জেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার॥ নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীকে সভাপতি এবং ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সন্ধ্যা রানী রায়কে সাধারণ সম্পাদক করে নীলফামারী জেলা নারী উন্নয়ন ফোরাম গঠিত হয়েছে।
শনিবার জেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে সর্ব সম্মতিক্রমে ১১সদস্যের জেলা কমিটি গঠন করা হয়। নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহের
সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাকীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মমতাজুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নুরুন্নাহার বেগম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফুয়ারা খাতুন ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম প্রমুখ।
প্রশিক্ষণে নারী জনপ্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি, সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে ধারণা প্রদান করা হয়। স্থানীয় সরকার বিভাগ নীলফামারীর আয়োজনে জেলার ছয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, চার পৌরসভা এবং ৬০টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত নারী জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন দিনব্যাপী কর্মসুচীতে।

পুরোনো সংবাদ

রংপুর 4501928827623894154

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item