জলঢাকায় অগ্নিকান্ডে ৭ ঘর ও ৪ গবাধী পশু পুড়ে ছাই

প্রভাষক,আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টারঃ॥ শুক্রবার ভোরে নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা সর্দারপাড়া গ্রামে অগ্নিকান্ডে পিতা ও পুত্রের দুটি পরিবারের ৭ টি ঘর ভস্মিভুত হয়েছে তাদের সকল আসবাবপত্র নগদ অর্থ পুড়ে ছাই হয়। এ ছাড়া অগ্নিদ্বগ্ধ হয়ে একটি গরু ও তিনটি ছাগলের মৃত্যু হয়েছে। আগুন নেভানোর চেষ্টায় আহত হয় পিতা সমসের আলী(৫৫) ও পুত্র মেহেরুল ইসলাম(২৮)। তাদের ডোমার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গ্রামবাসী ও  এলাকার ইউপি সদস্য মিজানুর রহমান জানান শুক্রবার ভোর ৪টার দিকে গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে এই অগ্নিকান্ডের সুত্র হলে পিতা পুত্রের দুই পরিবারে ৭টি ঘর সহ সকল কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতির পরিমান প্রায় ১০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। পরিবার দুটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।
ডোমার ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ভুপেন্দ্র নাথ বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জেলার জলঢাকায় ফায়ার স্টেশন না থাকায় বিলম্বে খবর পেয়ে ডোমার থেকে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। পাশাপাশি  আহত পিতা ও পুত্রকে ডোমার হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।

পুরোনো সংবাদ

রংপুর 2358186883526611657

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item