ডোমারে ওর্য়াচ প্রকল্পের সমাপ্তি করণ কর্মশালা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক
ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ-নীলফামারীর ডোমারে ল্যাম্ব আয়োজিত ওমেন এন্ড দিয়ার চিলড্রেন হেল্থ প্রকল্পের সমাপনি করণ কর্মশালা অনুষ্টিত  হয়েছ। ১৬ মার্চ সোমবার সকালে ডোমার উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেযারম্যান সন্ধ্যা রাণী রায়,আবাসিক মেডিকেল অফিসার ওবায়দা নাসরিন
মুক্তা,উপজেলা যুব উন্নয়ন অফিসারা একেএম জিয়াবুল আলম,ওর্য়াচ প্রকল্পের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর গ্রোগ্রাম কো-অর্ডিনেটর রোকুনুজ্জামান ডলার,কমিউনিটি কিনিক প্রকল্পের গ্রোগ্রাম কো-অর্ডিনেটর হরিপহ রায়। এছাড়া অত্র উপজেলার ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ মোঃ আব্দুল আজিজ উপ-সহকারী মেডিকেল অফিসার জোড়াবাড়ী,আকতারী বেগম উপজেলা ম্যানেজার ওর্য়াচ প্রকল্প,প্রোগ্রাম   ফিল্ড কো-অর্ডিনেটর মোর্শেদা সুলতানা ডালিয়া প্রমূখ। ওর্য়াচ প্রকল্পের গ্রোগ্রাম বিষয়ক বিস্তারিত উপস্থাপন করেন ল্যাম্পের গ্রোগ্রাম ম্যানেজার বোরহান মৃধা। উল্যেখ্য ল্যাম্ব ওর্য়াচ প্রকল্প অত্র উপজেলায় মা ও শিশু স্বাস্থ্য সেবা,পরিবার কল্যান কেন্দ্রে নিরাপদ প্রসব, গর্ভবতী মায়ের পরিচর্চা,মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিত করণে দির্ঘদিন ধরে সফলতার সাথে ব্যাপক কার্যক্রম চালিয়ে এলাকায় উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে। এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় নতুন প্রকল্প চালু হওয়ার পাশাপাশী আগের মতোই সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রকল্পের কর্মকর্তাগণ। 

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3757068811758183523

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item