সুন্দরগঞ্জে হাজীরা খাতা ছিড়লো সহকারী শিক্ষক


নুরুল ইসলাম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধা সুন্দরগঞ্জের অপকর্ম ঢাকতে হাজিরা খাতা ছিড়লো সহকারী শিক্ষক(কৃষি) জাহিনুর বেগম।

জানা যায়, সুন্গদরগঞ্জ উপজেলার নুতন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিনুর বেগমের নিবন্ধন সনদ সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা মোকদ্দমা থাকায় তিনি দীর্ঘদিন যাবৎ স্কুলে অনুপস্থিত থেকে বেতন ভাতা গ্রহন করেন। হাজিরা খাতায়  তার স্বাক্ষর না থাকায় গত ২ এপ্রিল বেলা ১১ টায় আর্কষিক ভাবে স্কুলে উপস্থিত হয়ে শিক্ষক কর্মচারী হাজিরা খাতাটি ছিড়ে টুকরা টুকর করে পাশ্বের পুকুরের পানিতে ফেলে দেয়। (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মফিজল হক স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মচারী আব্দুল খালেক ও তারা মিয়ার মাধ্যমে পানি থেকে  টুকরা গুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে সংরক্ষণ করেন। এ বিষয় (ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক মফিজল হক জানান,সহকারী শিক্ষক জাহিনুর বেগম এর বিরুদ্ধে অসদাচরণের জন্য বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।এবিষয় মুঠোফোনে সহকারী শিক্ষক জাহিনুর বেগম এর সাথে কথা হলে, তিনি বিষয়টি  অস্বীকার করেন।বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুটোফনে কথা হলে, তিনি বিষয়টি স্বীকার করেন এবং প্রধান শিক্ষককে মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে যোগা করতে বলেছে বলে জানান।


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8903578999885635912

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item