পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ২ মাসে অর্ধ শতাধিক মাদক সেবীর কারাদণ্ড


এম এ আলম বাবলু, পার্বতীপুর


দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা সফল ভাবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসে অর্ধ শতাধিক মাদক সেবীকে বিভিন্ন মেয়াদী কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছেন।


জানা গেছে, রেলওয়ে জংশনের বদৌলতে গড়ে উঠা শহর সহ সীমান্ত ঘেঁষা পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্হানে ছড়িয়ে পড়া ভয়াবহ মাদকের ছোবল থেকে বিশেষ করে যুব সমাজকে রক্ষার জন্য পুলিশ ও উপজেলা প্রশাসন তৎপর হয়ে উঠে। চলতে থাকে মাদক বিরোধী অভিযান। এরই ধারাবাহিকতায় পার্বতীপুর উপজেলায় যোগদানের পর থেকেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৩৫ তম বিসিএস (প্রশাসন) এর চৌকস অফিসার প্রীতম সাহা বেশ জোরে শোরেই মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে থাকেন। তিনি  চলতি বছরের গত ২ মাসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অপরাধে অর্ধ শতাধিক মাদক সেবী ও ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছেন।  


পার্বতীপুর শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেলওয়ে এলাকা। এই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার জন্যে  রয়েছে রেলওয়ে থানা। কথা হয় রেলওয়ে থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন এর সাথে। তিনি নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা'র ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর নেতৃত্বে রেলওয়ে এলাকায়  মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গত ২ মাসে ১৯ জন মাদক সেবনকারী ও মাদক বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে। এদের প্রত্যেককে ২ মাস থেকে শুরু করে ১ বছর ১০ মাস পর্যন্ত শান্তি দেওয়া হয়েছে। এ ছাড়াও এই সময়ে ট্রেন যাত্রীদের পকেট মারার অপরাধে আরও ৭ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং এই অভিযান অব্যাহত রয়েছে।


রেলওয়ে এলাকা ছাড়াও এ সময়ে পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্হানে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবন ও বিক্রির অপরাধে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।


এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর উপজেলার সহকারী কমিশন (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা বলেন,মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। পার্বতীপুর রেলওয়ে ও মডেল থানার ওসি দ্বয়ের সহযোগিতায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং তা অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।


পুরোনো সংবাদ

নির্বাচিত 7330739146239117232

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item