ডোমারে দ্রব্য সামগ্রী উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারীর ডোমারে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দ্রব্য সামগ্রী উর্ধ্বগতির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা, পৌর ও ডোমার সরকারী কলেজ শাখা আয়োজিত রোববার (৬ ফেব্রুয়ারি) বিকালে ডোমার বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন অর-রশিদ বসুনিয়া সজিব। এ সময় ছাত্রনেতা সুজন রানা, শাহাজান আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সজিব, যুগ্ন আহবায়ক রিজন ইসলাম, প্লাবন,  আকাশ আহমেদ, ডোমার সরকারী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক সামিউল আরেফিন হৃদয়, যুগ্ন আহবায়ক ফাহিম ইসলাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল আহমেদ শাওন, আহবায়ক রহিমুজ্জামান রুপক, শাওন ইসলাম, সাবেক ছাত্রনেতা হাসানুর আলম রিমুন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনিয় দ্রব্যমুল্য সাভাবিক রাখার আহবান জানান। অন্যথায় কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন তারা।



পুরোনো সংবাদ

নীলফামারী 1068974675223501538

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item