বীরগঞ্জে ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” বিষয়ক আলোচনা সভা
হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥-মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণি পেশার জনসাধারনের সাথে ”মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ পৌর সভার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক কালিপদ রায় । পৌর সভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বশির আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা হরি প্রসাদ রায়, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান আঙ্গুর, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক মীর কাসেম লালু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বীরগঞ্জ সরকারী কলেজের সহকারী অধ্যাপক এবং মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক প্রশান্ত কুমার সেন, প্যানেল মেয়র আব্দুল্লাহ আল হাবিব মামুন, । এ সময় পৌর কাউন্সিলার আব্দুল আহাদ, আব্দুল বারিক, মেহেদী হাসান, মোঃ হুমায়ুন কবির, পৌর সচিব শামীমা আকতার, সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান সিদ্দিকী, পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানসহ উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ, সাংবাদিক নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ সহ শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জয় বাংলাকে জাতীয় শ্লোগান ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে বক্তাগণ বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমানে নেতৃত্বে জয় বাংলা শ্লোগান দিয়ে মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করেছিল। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তাই বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একটি অবিচ্ছেদ অংশ।