সুন্দরগঞ্জে ৪ পুলিশ স্মরণ সভায় দোষীদের শাস্তি দাবী


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের নিহত ৪ পুলিশ সদস্য স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের আয়োজনে উক্ত তদন্ত কেন্দ্র প্রাঙ্গণে এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম। থানা অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে বিশষ অথিতির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আফরুজা বারীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আলোচনা সভায় পুলিশ সদস্যদেরকে হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তরা। 

উল্লেখ্য, বিগত ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দেলওয়ার হুসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর জামায়াত-শিবিরের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে এতে কর্তব্যরত ৪ পুলিশ সদস্য নিহত হন। নিহতরা হলেন জেলার সাঘাটা উপজেলার খামার ধনরুহা গ্রামের খাজা নাজিম উদ্দিন, রংপুরের পীরগাছা উপজেলার রহমতেরচর গ্রামের তোজাম্মেল হক, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের হযরত আলী ও বগুড়ার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের বাবলু মিয়া।


পুরোনো সংবাদ

নির্বাচিত 3537283616041064776

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item