নীলফামারীতে অনুর্ধ-১৪ বিএফএসএফ রংপুর বিভাগীয় একাডেমি ফুটবল টুর্নামেন্ট শুরু
নীলফামারী প্রতিনিধি-নীলফামারীতে শুরু হয়েছে গ্রীন ভয়েস বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম অনুর্ধ-১৪ রংপুর বিভাগীয় একাডেমি ফুটবল টুর্নামেন্ট/২০২২। আজ মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩টায় নীলফামারী আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে শুরু হওয়া ওই খেলায় রংপুর বিভাগের আটটি ফুটবল দল অংশ নিচ্ছে।
খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়কারী মো. আলমগীর কবির। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মো. এনামুল হক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী খেলায় মানু স্মুতি ফুটবল একাডেমি দিনাজপুর ৪-০ গোলে গাইবান্ধা সদর ফুটবল কোচিং একাডেমিকে পরাজিত করে।
একই দিন ঠাকুরগাঁও ফুটবল একাডেমি বনাম মেধাবী কল্যান সংস্থা ফুটবল একাডেমি কুড়িগ্রামে খেলা হয়। এতে নির্দিষ্ট ৯০ মিনিটে ১-১ গোলে ড্রো করলে ট্রাইবেকারে মেধাবী কল্যান সংস্থা ফুটবল একাডেমি কুড়িগ্রাম ৪-২ গোলে ঠাকুরগাঁও ফুটবল একাডেমিকে পরাজিত করে।
আয়োজকরা জানায়, নকআউট পদ্ধতিতে ৪দিন ব্যাপী অনুষ্ঠিত হবে ওই খেলা। প্রতিদিন দুটি করে ম্যাচ পরিচালনা করা হবে। আগামী ২৫ ফেব্রুয়ারী ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। #