জলঢাকা গ্রেস এন্ড ট্রুথ চার্চ ট্রাস্ট কম্বল বিতরণ
https://www.obolokon24.com/2022/02/jaldhaka.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌরসভার বটতলী গ্রেস এন্ড ট্রুথ চার্চ ট্রাস্টে এসব কম্বল বিতরণ করেন গ্রেস এন্ড ট্রুথ চার্চ ট্রাস্টের সেক্রেটারি পাস্টর মোশারফ। এতে আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস রায়, আব্দুল ওয়াহাব ও ইন্দ্রজিৎ রায় প্রমুখ। এসময় তিনি চলমান তীব্র শৈত্য প্রবাহে অসহায় শীতার্ত মানুষের পাশে দাড়ানোর জন্য বৃত্তবান মানুষকে আহবান জানান। গ্রেস এন্ড ট্রুথ চার্চ ট্রাস্টের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।