ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ১০ জন চিকিৎসকের যোগদান


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:

দিঘদিন চিকিৎসক সংকট থাকার পর অবশেষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে ১০জন মেডিকেল অফিসার যোগদান করেছেন।

সোমবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নতুন ১০জন চিকিৎসক যোগদান করেন। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের অন্য চিকিৎসকগণ,

কর্মকর্তা-কর্মচারীগণ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন ।

সদ্য যোগদানকারী চিকিৎসকরা হলেন, 

মেডিকেল অফিসার ( সহকারী সার্জন ) পদে ডাঃ মোঃ মোস্তাকিম আহম্মেদ  মাহিন,সহকারী সার্জন ডাঃ মোঃ আলমগীর কবির,সহকারী সার্জন ডাঃ মোঃ মিজানুর রহমান,সহকারী সার্জন ডাঃ মোছাঃ বন্তি আফরোজ,সহকারী সার্জন ডাঃ মোছা রেবেকা সুলতানা,সহকারী সার্জন ডাঃ মোছাঃ এজাতুন নাহার,সহকারী সার্জন ডাঃ মোঃ রাকিবুল ইসলাম,সহকারী সার্জন ডাঃ মোঃ সারোয়ার হোসেন, সহকারী সার্জন ডাঃ মোছাঃ তাসফিয়া তারানুস এবং সহকারী সার্জন ডাঃ মোঃ শাকিল।

দির্ঘদিন  এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসক সংকট থাকার পর,এই নতুন ১০ জন চিকিৎসক যোগদানের মধ্যদিয়ে কিছুটা ঘাটতি পুরন হলো, এতে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা আরো বৃদ্ধি পাবে বলে মনে করছেন এলাকার সচেতন মহল।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো. মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এখানে দির্ঘদিন ধরে চিকিৎসক সংকট ছিল,তাতে অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হতো। বর্তমানে নতুন এই ১০জন চিকিৎসক যোগদানের মধ্যদিয়ে তার কিছুটা শুন্যতা পুরন

হলো।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 994355177267293668

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item