রংপুর বিভাগীয় কমিশনারের সৈয়দপুরে টিকাদান কেন্দ্র পরিদর্শন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্র পরিদর্শন করেছেন । 

এ সময় নীলফামারী জেলা প্রশাসক খন্দকার  ইয়াসির আরেফীন, নীলফামারী সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির, নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আব্দুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন,  উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন,  নীলফামারীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রমিজ আলম,  সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল্লাহেল মাফী, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমেদুল হাসান সরকার, সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন। 

  পরিদর্শনকালে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া টিকাদান কেন্দ্র টিকাদান কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং টিকা নেওয়ার জন্য আগত বিভিন্ন বয়সী মানুষ ও টিকাদানের সংশ্লিষ্টদের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় তিনি টিকাদানের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া বলেন, ইতোমধ্যে আমরা দেশে একদিনে ৮০ লাখ  মানুষকে টিকাদানের টার্গেট পূরণ করেছি। তাই আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। ফলে আজ একদিনের যে এক কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তা খুব বেশি নয়। আর মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের মোট জনসংখ্যার শতকরা সত্তর ভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসার টার্গেট রয়েছে। আমরা তা পূরণে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মী, প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাই মিলে কাজ করছি।  তিনি আরো বলেন, আজ একদিনে এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচিতে মানুষের মধ্যে টিকা নেওয়ার যে সাড়া  পরিলক্ষিত হলো, তা অভাবনীয়।  আশা করি আমরা রংপুর বিভাগের শতকরা ৭০ ভাগ মানুষকে টিকার দেওয়ার টার্গেট পূরণে সফল হবো।  


পুরোনো সংবাদ

নীলফামারী 4978696887459874521

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item