ফুলবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

মৎস্য অধিদপ্তরাধীন দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায়,মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পৌর এলাকার চকচকা ছোট যমুনা নদীর ঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন এর নেতৃতে অভিযান পরিচালনা করে প্রায় ১৫ হাজার টাকা মুল্যের ৬০ফিট করে ২ টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। 

পরে  বেলা ১২ টায় উপজেলা চত্বরে জব্দকৃত নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুযরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজ উদ্দিন,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম,উপজেলা মৎস কর্মকর্তা মোছা: মাজনুন্নাহার মায়া প্রমুখ।

উপজেলা মৎস কর্মকর্তা মোছা: মাজনুন্নাহার মায়া বলেন, এমনিতেই বর্তমানে নদীতে পানি কম থাকায়,দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত হতে চলেছে,অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মৎস শিকার করা হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রকার জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হচ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই জাল জব্দ করা হয়। এসময় ৬০ফিট করে ২ টি চায়না দুয়ারী বা রিং জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


পুরোনো সংবাদ

দিনাজপুর 3411373804133618072

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item