বীরগঞ্জে কোল্ড স্টোরেজের ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ "কৃষক বাঁচাও দেশ বাঁচাও প্রতিপাদ্য কেসামনে রেখে হিমাগারগুলোতে ন্যায্য ভাড়া নির্ধারণের দাবিতে দিনাজপুরের বীরগঞ্জে আলু চাষি ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতির যৌথ আয়োজনে দেড় ঘণ্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার (২০ ফেব্রুয়ারী -২০২২) বেলা ১১টায় বীরগঞ্জ পৌরসভার বিজয় চত্বরে জেলা আলু চাষি কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোগনগর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ রাজিউর রহমান রাজু,জেলা আলু চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুবেল ইসলাম,বীরগঞ্জ উপজেলা আলু চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হর সুন্দর, সহ-সভাপতি লুৎফর রহমান,বীরগঞ্জ,  কাহারোল উপজেলার আলু চাষি কল্যাণ সমিতির সদস্য হিরু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন ধলু,মোঃ মশিউর রহমান, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্ম্মা, মরিচা ইউপির পুনঃ নির্বাচিত চেয়ারম্যান মো.আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল, সুজালপুর ইউপির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টার প্রমুখ। কাহারোল, খানসামা ও বোচাগঞ্জ উপজেলার  আলু চাষিদের যৌথ উদ্যোগে সকাল ১১থেকে সাড়ে ১২ টা পর্যন্ত মানববন্ধনে বিভিন্ন ব্যান্যার, ফেস্টুন হাতে আলু চাষিদের মানববন্ধনে অংশ গ্রহন করতে দেখা গিয়েছে। ন্যায্য দাবী আদায়ের লক্ষ্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বক্তরা বলেন,হিমাগারে সংরক্ষিত আলু প্রতি বস্তার ভাড়া ১৫০ টাকা নির্ধারণ করতে হবে, বস্তার গায়ে হুক ব্যবহার করা যাবে না। ঋণের বিপরীতে বাংলাদেশ ব্যাংক এর নিয়ম অনুযায়ী ৯℅সুদ নিতে হবে অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।


পুরোনো সংবাদ

দিনাজপুর 7863614967366036336

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item