বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ উদ্বোধন


হাসান জুয়েল, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥ 
দিনাজপুরের বীরগঞ্জে   প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রাণীসম্পদ অধিদপ্তর কতৃক উপজেলা পর্যায়ে দিনব্যপি প্রাণীসম্পদ প্রদর্শণী-২০২২ উদ্বোধন করা হয়েছে।

১৬ই ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় বীরগঞ্জ সরকারি হাইস্কুল মাঠে আনুষ্ঠানিক ভাবে প্রাণীসম্পদ প্রদর্শণী-২০২২ এর উদ্বোধন ঘোষনা করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিগণকে  সাথে নিয়ে প্রদর্শণী পরিদর্শন করেন।

পরে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (চ.দা) মো: কামাল হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রানিসম্পদ অফিসার মো. ওসমান গনির সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.ছানা উল্লাহ,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হিমেল চন্দ্র রায়,বীরগঞ্জ থানার অফিসার ইন চার্জ সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম নুর প্রমূখ। পরিশেষে,পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।


পুরোনো সংবাদ

দিনাজপুর 5551434936158703244

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item