ডিমলায় নবম শ্রেনীর ছাত্রের মরদেহ উদ্ধার
https://www.obolokon24.com/2022/02/blog-post_05.html
নীলফামারী প্রতিনিধি-নীলফামারী\ জেলার ডিমলা উপজেলায় মোটরসাইকেল না পেয়ে মারুফ হাসান নামে এক স্কুল ছাত্র গলায় রশি দিয়ে আতœহত্যা করেছে। সে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি গ্রামে বিশিষ্ট ব্যবসায়ী শাহ্ আলম এর ছেলে। আজ শনিবার(৫ ফেব্রæয়ারী) সকালে পুলিশ ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে তার নিজ শোয়ার রুম থেকে। ঘরের তীরে সে রশি দিয়ে আতœহত্যা করে। মারুফ গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের নবম শ্রেনীর ছাত্র।
পারিবারিক সুত্র মতে মারুফ তার বাবার কাছে ইয়ামাহা আর১৫-এর ভার্সন-৩ কিনে চায়। এটির দাম ৫ লাখ ২৫ হাজার টাকা। কিন্তু মারুফের বাবা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকৃতি জানায়। এতে সে রাগে ক্ষোভের বশে আতœহত্যা করে।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলার হয়েছে।#