নীলফামারীতে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান শুরু


নীলফামারী প্রতিনিধি॥
নীলফামারীতে জেলায় ১২ থেকে ১৭ বয়সি স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধে ফাইজারের টিকাপ্রদান কর্মসূচির শুরু হয়েছে। সোমবার(১৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপেক্স চত্বরে এটির উদ্বোধণ করেন জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী পৌর মেয়র ও জেলাআওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির। প্রথম দিনে জেলায় স্থাপিত তিনটি সেন্টারে ৩ হাজার শিক্ষার্থীকে এই টিকা দেয়া হয়। 

জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির জানান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১২ থেকে ১৭ বছর বয়সি শিক্ষার্থীদের এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। প্রথম দিনে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রাবেয়া বিদ্যানিকেতন, ছমিরউদ্দিন স্কুল এন্ড কলেজ ও সৈয়দপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের নবম,দশম ও ২০২২ সালের এসএসসি পরিক্ষার্থীদের প্রথম পর্যায়ে ফাইজারের টিকা প্রদান করা হবে। পর্যায়ক্রমে উপজেলায় টিকা কার্যক্রম দ্রুত শুরু হবে। # 


পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 2214569829023643356

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item