নীলফামারীতে জটিল রোগের চিকিৎসা সহায়তা পেলেন ৩৮জন রোগী

 


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : 

নীলফামারীতে ৩৮ জন রোগীর জটিল রোগের চিকিৎসা সহায়তায় ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও  জন্মগত হৃদরোগীর  আর্থিক সহায়তা প্রদান কর্মসূূচির আওতায়     ওই অর্থের চেক প্রদান করা হয়।  মঙ্গলবার (৩০ নভেম্বর)  দুপুরে ‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভবে ওই চেক হস্তান্তর করা হয়। 

 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই চেক তুলে দেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন নাহার। 

নীলফামারী সদর উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নূর মোহাম্মদ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 

  উক্ত অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগের আক্রান্ত  ৩৮ জন রোগীর মাঝে ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 নীলফামারী সদর উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নূর মোহাম্মদ জানান, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগের আক্রান্ত  ৩৮ জন রোগীর  প্রত্যেককে ৫০ হাজার করে চেক প্রদান করা হয়।    


পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 1264376963617403029

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item