জলঢাকায় ভোটগ্রহণ কর্মকর্তাগনের প্রশিক্ষণ অনুষ্ঠিত


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় ৩য় ধাপের ইউপি নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাগনের প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ বুধবার (১৭ নভেম্বর) সকালে জলঢাকা সরকারি কলেজ হলরুমে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,  সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উজ্জামান, জলঢাকা নির্বাচন কর্মকর্তা উজ্জল হোসেন, সৈয়দপুর নির্বাচন কর্মকর্তা রবিউল আলম, ডোমার নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম ও কিশোরগঞ্জ নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। এসময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এজন্য তিনি সকল ভোটগ্রহণ কর্মকর্তাগনকে সৎ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহবান জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন জানান, ১১টি ইউনিয়ন ও জলঢাকা পৌরসভার ৩ নং ওয়াডের উপ-নির্বাচনসহ ১শত ৮টি কেন্দ্রে ৬ শত ৫৬ টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে ১শত ৮ জন প্রিজাইডিং, ৬ শত ৫৬ জন সহকারী প্রিজাইডিং ও ১ হাজার ৩ শত ১২ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবে। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নের ২ লাখ ২১ হাজার ৫ শত ৪০ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।###

পুরোনো সংবাদ

নীলফামারী 4763076217546512625

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item