পৌর নির্বাচন: নীলফামারীতে মেয়র পদে ৪ জনের মনোনয়ন পত্র দাখিল


নির্ণয়,নীলফামারী॥
নীলফামারী পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ মঙ্গলবার(২ নভেম্বর/২০২১) বিকাল ৫টা পর্যন্ত মেয়র পদে চার জন, নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা করেছেন।

মেয়র প্রার্থীরা হলেন, আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বুলেট, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম ও পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর রহমান। দলীয় বিবেচনায় পৌরসভাটিতে চার মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ দলীয় দুই জন এবং বিএনপি দলীয় দুই জন।

৩৫ হাজার ৯৮১ ভোটারের পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। মনোনয় যাচাই বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। মোট ভোটারের মধ্যে নারী ভোটার ১৮ হাজার ৫৬৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৪১৬ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, ভোট গ্রহনে পৌরসভাটিতে প্রথমবার ইভিএম ব্যবহার হবে। সেখানে আওয়ামী লীগ দলীয় একজন সহ মেয়র পদে চার জন, সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জন মনোনয়নপত্র জমা দেন। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 4368161137028448512

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item