সুন্দরগঞ্জে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় গুলি,আটক ৬


নুরুল আলম ডাকুয়া, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও কঞ্চিবাড়ী ইউনিয়নের ভোটকেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। শ্রীপুর ও কঞ্চিবাড়ী ইউনিয়নের ৬ জনকে আটক করেছে পুলিশ। তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৮ নভেম্বর রবিবার দুপুর ১২টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র  দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনার সময় ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসী বলেন বলেন, দুপুর ১২টার দিকে বৌলজান কেন্দ্রে হামলা চালিয়ে চারটি কক্ষের ব্যালট পেপার ও বাক্স ছিনতাই করে ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মহাসিন আলীর সমর্থকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এ সময় মোমিনুল ও মাহবুব মিয়া নামের দুই পুলিশ কনস্টেবল আহত হন। এঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বৌলজান কেন্দ্রের সহকারি প্রিজাইডিং অফিসার তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। ব্যালট উদ্ধারে কাজ করছে পুলিশ। একই ইউনিয়নের উত্তর শ্রীপুর আব্দুস ছাত্তার দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে একজন মেম্বার প্রার্খীর পক্ষে জাল ভোট দিতে যান এক ব্যক্তি। এসময় তাকে ধাওয়া দিলে তিনি প্রাণ ভয়ে চেয়ারম্যান প্রার্থী মো. শহিদুল ইসলামের বাড়ীতে আশ্রয় নিলে সেখানে হামলা চালিয়ে বাড়ী ভাংচুর করা হয়েছে। এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বজরা কঞ্চিবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রটি বিকাল সাড়ে তিনটার দিকে নৌকা মার্কার সমর্থকরা দখলের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী ৩ রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় ৪টি বাক্স ছিনতাই করে নিয়ে যায় তারা। এঘটনায় পুলিশ আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীনের ছোট ভাই জিন্নাহসহ ৩ জনকে গ্রেফতার করেছে।


পুরোনো সংবাদ

নির্বাচন 1792930474703422444

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item