ডোমারে ট্যাংরা মাছের মিশ্রচাষের উপযোগীতা যাচাই র্শীষক মতবিনিময় সভা


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার ঃ
নীলফামারীর ডোমারে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নওদাবসে ২১ নভেম্বর রবিবার দুপুর সাড়ে ১২ টায় খরাপ্রবন অঞ্চলে ট্যাংরা মাছের মিশ্র চাষের  উপযোগিতা যাচাই র্শীসক প্রদশর্নীর মতবিনিময় অনুষ্টান অনুষ্টিত হয়েছে । বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্র সৈয়দপুর নীলফামারীর আয়োজনে এ অনুষ্টানের সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ ।এতে বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের স্বাদুপানি উপকেন্দ্র সৈয়দপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইসতিয়াক হায়দার ,বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংগের  মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা  ড. জুলফিকার আলী ,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার রশীদুল হাচান, বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউট,চাদঁপুরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড.আনিছুর রহমান, ,ডোমার উপজেলা মৎস কর্মকর্তা আংগুরি বেগম,ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখি ,মৎস চাষী তরিকুল ইসলাম শিমুল, নিতাই চন্দ্র রায় প্রমুখ ।

বাংলাদেশ মৎস গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.ইয়াহিয়া মাহমুদ বলেন,উত্তরবংগের ১৮ টি উপজেলায় বিলুপ্তপ্রায় মাছ চাষ করা হচ্ছে ।মাঠ পর্যায়ে সমস্যাগুলি চিহ্নিত করে তা গবেষণা করে উপজেলা মৎস অফিসের মাধ্যমে মৎস চাষীদের মধ্যে তা বাস্তবায়ন করা হচ্ছে ।প্রতি বছর প্রায় ছয় লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে মৎস সেক্টরে।এখন ধানী জমি মৎস চাষে ব্যবহার হচ্ছে ।এটা থেকে সরে এসে জলাশয়গুলি বিজ্ঞানভিত্তিক ব্যবহার করতে হবে ।অনেক দেশী মাছ হারিয়ে যাচ্ছিল ,সেগুলি আবার ফিরে আনা হচ্ছে ।ময়মনসিংঘে মাছের জিন ব্যাংক প্রতিষ্টা করা হয়েছে ।সৈয়দপুরে প্রস্তাব পাঠানো হয়েছে ।আজ বিশ্বমৎস দিবস ।২০৪১সালের মধ্যে মাছে স্বয়ংসম্পুর্ণ লক্ষ্যমাত্রা নিধারন করা হয়েছে ।সৈয়দপুর মৎস উপকেন্দ্রটি ৯ টি মাছ কৃত্রিম প্রজনন করতে সক্ষম হয়েছে । 


পুরোনো সংবাদ

নীলফামারী 8826854560915774080

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item