নীলফামারীতে সড়ক নির্মান কাজের সময় বিদ্যুৎপৃষ্টে নিহত ১


নির্ণয়,নীলফামারী॥
সড়ক উন্নয়নের নির্মান কাজ করার সময় সার্চেবল পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে মাহবুব আলী (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার(৩ অক্টোবর/২০২১) দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের জেলা সদরের সুর্বণখুলী নামকস্থানে গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত মাহবুব রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর গ্রামের মৃত্যু আব্দুল লতিফের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, নীলফামারী-সৈয়দপুর সড়ক উন্নয়নে নির্মান কাজ চলছে। ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের বিদ্যুৎ মিস্ত্রী হিসাবে চ্যুক্তিভিক্তিক হিসাবে কাজ করছে মাহবুব। ঘটনার সময় সার্চেবল পাম্প মেশিনের বিদ্যুৎ সংযোগের তার ছিড়ে যায়। সেটি মেরামত করে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয় মাহবুব আলী।

ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ইনচার্জ জিয়াউল হাসান শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাকে জেনারেল হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া জানান, মৃত্যু অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন লোকজন।

সদর থানার ওসি আব্দুর রউপ জানান, জানান, হাসপাতালে লাশের সুরতহাল করা হয়। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 1152704864533470573

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item