নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে মুজিব কর্ণারের উদ্বোধন


নির্ণয়,নীলফামারী-
নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৬তম ব্যাচের সাথে মতবিনিময় সভাশেষে মুজিব কর্ণারের উদ্ধোধন করেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন।  রবিবার (২১ নভেম্বর) দুপুরে নীলফামারী মেডিক্যাল কলেজের দ্বিতীয় তলায় এই মুজিব কর্ণার উদ্ধোধন করেন তিনি।

নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. রবিউল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজাররার প্রফেসার ড. রোস্তম আলী আহমেদ, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ এর নীলফামারী জেলা শাখার সভাপতি ডা. মমতাজুল ইসলাম মিন্টু, বিএমএ-এর সাধারন সম্পাদক ডা.মুজিবুল হাসান চৌধুরী শাহিন, স্বাচিপ এর যুগ্নসাধারন সম্পাদক ডা. আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন  মেডিক্যাল কলেজ এর সকল শিক্ষকবৃন্দ, সাংবাদিক প্রমুখ।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, জাতির জনক, স্বাধীনতার ঘোষক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী হিসাবে শেখ মুজিবুর রহমান কে জানতে হবে তিনি বাংলাদেশ নামক একটি দেশের জন্ম দিয়েছেন। জাতির পিতার জীবনী জানতে হলে  জ্ঞান অর্জন এর প্রয়োজন। তাই মুজিব বর্ষ ও স্বাধীনতা রজত জয়ন্তী উপলক্ষে নীলফামারী মেডিক্যাল কলেজে মুজিব কর্ণার চালু করা হলো।  এখানে অবসরসময়ে এই কলেজের শিক্ষার্থীরা  বঙ্গবন্ধু ও  মুক্তি যুদ্ধের ইতিহাস জানতে পারবে। এ সময় প্রধান অতিথি মেডিক্যাল কলেজের সকল শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজাররার প্রফেসার ডা. রোস্তম আলী আহমেদ, জানান, রাজশাহী,রংপুর বিভাগে অবস্থিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতায় বিভিন্ন জেলায় অবস্থিত মেডিক্যাল কলেজ ও নার্সিং ইন্সটিটিউট আমরা পরিদর্শন করছি। কোথায় কি সমস্যা তা আমরা সমাধানের সুপারিশ করবো সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে।#


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 1848859508610846330

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item