জলঢাকায় কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
শতভাগ স্কাউট উপজেলা ঘোষনা করার লক্ষে নীলফামারীর জলঢাকা উপজেলায় ৫ দিনব্যাপী কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন করা হয়েছে।

 রবিবার সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এইচ এম রেজওয়ানুল কবীর, থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির, অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, এলটি   কোহিনুর ইসলাম, কোর্স লিডার খলিলুর রহমান (এএলটি), সৈয়দ গোলাম ফারুক এএলটি, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম, আব্দুর রহিম সিকদার উডব্যাজার, আশফাক সারোয়ার সিদ্দিকী উডব্যাজার, রমানাথ রায় উডব্যাজার, ফাহমিদা পারভিন উডব্যাজার, মারজু আরা বেগম উডব্যাজার, তাহাজুল ইসলাম উডব্যাজার, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ বাবু, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রেইনার নাজিরা ফেরদৌসী (এএলটি)।

এসময় শিক্ষা অফিসার বলেন, বর্তমান সরকার দেশব্যাপী স্কাউটিং এর উপর জোড় দিয়েছে। কারন এর মধ্যে দিয়ে শিক্ষার্থীদের নৈতিক গুনাবলী সম্পন্ন করে তোলা যায়। এজন্য তিনি শিক্ষকদের স্কুলে স্কুলে স্কাউট আন্দোলন বেগবান করার আহবান জানান।

বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের পরিচালনায় জলঢাকা উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় ৪০ জন শিক্ষক অংশগ্রহণ করছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8160096189850547230

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item