ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন: প্রতিক পেয়ে মাঠে প্রার্থীরা


মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনির্বাচনে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬জন,সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৮৬জন,সাধারণ ওয়ার্ড সদস্য পদে ২১২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

প্রতিক বরাদ্ধ পেয়েই নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, ক’দিন বাদেই নির্বাচন তাই দমফেলানোর ফুরসোত নেই তাদের। প্রতিদিন সকাল থেকে গভীর রাত্রী পর্যন্ত চলছে উঠান বৈঠক,ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে প্রার্থীরা তাদের প্রতিক দিয়ে ভোট প্রার্থনা করছেন। এদিকে প্রতিটি পাড়া মহল্লায় পোষ্টারে ছেয়ে গেছে। এ নিয়ে চায়ের দোকানে চলছে ভোটারদের মধ্যে গুঞ্জন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে,উপজেলার ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৮১জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৭ হাজার ৫৮৭ জন এবং মহিলা ভোটার ৫৬হাজার ৬৯৪জন। সাতটি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রে,৩৫৮টি বুথে ভোট গ্রহন করা হবে। 

উপজেলার সাতটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন, ১ নং এলুয়ারী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুস সালাম প্রামানিক (নৌক প্রতিক),স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো: নবিউল ইসলাম (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো: মমতাজুল ইসলাম (মটরসাইকেল)। 

২ নং আলাদীপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সুকান্ত সরকার শুভ (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: মোজাফ্ফর হোসেন সরকার (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো: হাবিবুর রহমান (মটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো: নাজমুস সাকিব বাবলু (চশমা)। 

৩ নং কাজীহাল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ মানিক রতন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান মিজু (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো:আশরাফুল ইসলাম(মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো: মিজানুর রহমান(ঘাড়া)। 

০৪নং বেতদিঘী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপাধক্ষ শাহ মো: আব্দুল কুদ্দস (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: আখেরুজ্জামান (আনারস), স্বতন্ত্র প্রার্থী মো: মেজবাউল ইসলাম(ঘোড়া)। 

৫ নং খয়েরবাড়ী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ এনামুল হক (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: আবু তাহের মন্ডল (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী মো: মোজাফ্ফর হোসেন চৌধুরী (মোটরসাইকেল),স্বতন্ত্র প্রার্থী মো: এনামুল হক গুরু(চশমা), স্বতন্ত্র প্রার্থী মো: মঞ্জুরুল হক (আনারস)। 

৬ নং দৌলতপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ আব্দুল আজিজ মন্ডল (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: সাইফুল ইসলাম (ঘোড়া),ইসলামী আন্দোলন প্রার্থী মো: শফিকুল ইসলাম(হাতপাখা)। 

৭ নং শিবনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মোঃ মামুনুর রহমান চৌধুরী বিপ্লব (নৌকা),স্বতন্ত্র প্রার্থী মো: ছামেদুল ইসলাম (মোটরসাইকেল),স্বতন্ত্র প্রার্থী মো: হারুনুর রশিদ(ঘোড়া),স্বতন্ত্র প্রার্থী মো: রফিকুল ইসলাম (আনারস)। 

উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মো: ওয়াজেদ আলী বলেন,নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে শান্তিপুর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি প্রার্থীকে নির্বাচনী অচরণবিধি মেনে চলতে বলা হয়েছে। 

বিধি ভঙ্গের অভিযোগ পেলে, প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা গ্রহন করা হবে।


পুরোনো সংবাদ

নির্বাচন 6866155111690174847

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item