লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে ফ্রি ডায়াবেটিস্ পরীক্ষা
তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ-২০২১ উপলক্ষে শতাধিক মানুষের ফ্রি ডায়াবেটিস্ পরীক্ষা করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ওই ডায়াবেটিস্ পরীক্ষা করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জুয়েল চৌধুরী।
এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি লায়ন মো. আতাহার হোসেন বাদশা।
অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদ্য প্রাক্তন সভাপতি ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লায়ন ফারুক আহমেদ,সদস্য লায়ন আলহাজ্ব মো. কফিল উদ্দিন চৌধুরী, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক লায়ন মো. আব্দুল লতিফ প্রমূখ।
অনুষ্ঠানে রিজিয়ন চেয়ারপার্সন ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লায়ন মো. মোখলেছুর রহমান জুয়েল,লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের সাধারণ সম্পাদক লায়ন রেজাউল হক, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক লায়ন তুহিন ইয়াসমিন, লায়ন শেখ জাবেদ আলী টিটু, লায়ন জহুরুল ইসলাম মীর, প্রভাষক লায়ন নুরন্নবী দুখু প্রমূখ।
ওই দিন অনুষ্ঠানের আলোচনা সভা শেষে খাতামধুপুর ইউনিয়নের শতাধিক মানুষের ডায়াবেটিস্ পরীক্ষা করা হয়েছে।
এ অনুষ্ঠানে উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদ সচিব, ইউপি সদস্য ও লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।