তেঁতুলিয়ায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে এক ব্যক্তির অর্থদন্ড


মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলাধীন তেঁতুলিয়ায় উপজেলায় আগামী ১১ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২০২১ উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে মোঃ ইনছান আলী (৩৯) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড প্রদান করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর বিধি ৩১ মোতাবেক  ১০০০০ (দশ হাজার)  টাকা অর্থদন্ড প্রদান করা হয়। বৃহস্পতিবার  দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ প্রদান করেন।

জানা যায়, ইনছান আলী লোকবল নিয়ে উপজেলা কৃষি অফিসে মনোনয়নপত্র নিতে গেলে এই অর্থদন্ডপ্রাপ্ত হন।   

এ বিষয়ে ইনছান আলীর পক্ষে হারুন অর রশিদ বলেন, তাঁরা লোকবল নিয়েই উপজেলা কৃষি অফিসে মনোনয়নপত্র নিতে যান। মনোনয়নপত্র নেয়ার পর ইনছান আলীর লোকবলের সমাগম দেখে এই অর্থদন্ড করা হয়েছে।  


পুরোনো সংবাদ

পঞ্চগড় 1681412225262542581

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item