দুঃস্থের পাশে ইউএনও


আবু ফাত্তাহ্ কামাল (পাখি),স্টাফ রিপোর্টার-ঃ
নীলফামারীর ডোমারে দুঃস্থের পাশে দাড়িয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। আজ বৃহস্পতিবার (৭ই অক্টোবর) সকাল ১১টায় ডোমার পৌরসভায় চিলাহাটী রোড কলেজ পাড়ায় দুঃস্থ পরিবারটিকে পা চালিত একটি সেলাই মেশিন প্রদান করেন তিনি। 

জানা যায়, পরিবারটির প্রধান কর্মক্ষম ব্যক্তি সাইদুর প্রধান প্রায় দুই বছর আগে গাছ থেকে পড়ে ডান পা এবং ডান হাত ভেঙ্গে চিকিৎসাধীন আছেন। এতে অসহায় অবস্থায় পড়ে পরিবারটি। খবর পান ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম। আজ বৃহঃস্পতিবার (৭ই অক্টোবর) সকাল ১১টায় দুঃস্থ পরিবারটির বাড়িতে গিয়ে সেলাই মেশিনটি হস্তান্তর করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা,  ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ, দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানিয়া পারভীন ,সাংবাদিক আবু ফাত্তাহ্ কামাল (পাখি), শিক্ষার্থী আজরা সাদিয়া বিনতে নূর ও সুমাইরা নূর।

দুঃস্থ পরিবারটির কর্তা কর্মাক্ষম সাইদুর প্রধান আবেগ আপ্লূত হয়ে জানান, আমি দীর্ঘ দুই বছর হাত-পা ভেঙ্গে অসহায় ভাবে জীবনযাপন করছি। টাকার অভাবে ভাঙ্গা হাত-পায়ের চিকিৎসা করাতে পারছিনা। সেলাই মেশিনটা আমার স্ত্রী চালিয়ে কিছু আয় করতে পারবে বলে, এতে বেঁচে থাকার আশার আলো দেখতে পাচ্ছি। 

এ ব্যাপারে ডোমার উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম বলেন, এরকম একটা দুঃস্থ পরিবারটির পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। তিনি পরিবারটির পাশে দাঁড়াতে সমাজের বিত্তশালীদেরকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।     


পুরোনো সংবাদ

নীলফামারী 3145909270507875509

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item