সৈয়দপুর বিমানবন্দরের চোরাই পেরি মিটার জব্দ


নির্ণয়,নীলফামারী-
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের সীমানা প্রাচীরের উপরে লাগানো পেরিমিটার (কাঁটাতার) চুরি করে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ৪ মণ কাঁটাতার উদ্ধার করেছে। এ ঘটনায় আজ রবিবার(১৭ অক্টোবর/২০২১) সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন সৈয়দপুর বিমানবন্দরের সিকিউরিটি ইনচার্জ আফরোজা বেগম। 

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ওসি মোঃ আবুল হাসনাত খান।

জানা যায়, ল শনিবার(১৬ অক্টোবর) বিকালে বিমানবন্দরের উত্তর পাশ দিয়ে চোরেরা ভ্যানসহ চুরিকৃত মাালামাল রেখে পালিয়ে যায়। পলাতক ২ জন হলো সৈয়দপুর শহরের নিচু কলোনী রেলওয়ে ভাঙ্গা কোয়াটার এলাকার নবাব আলীর ছেলে শুকুর আলী (২৮) ও রমজান আলী (২২)। 

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের আধারে সৈয়দপুর বিমানবন্দরের উত্তর সীমানা প্রাচীরের উপরে লাগানো পেরিমিটারগুলি চুরি হচ্ছিল। ঘটনার দিন চোরেরা চুরিকৃত কাঁটাতারগুলি বিক্রির উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করার চেষ্টা করলে চুরিকৃত ৪ মণ কাঁটাতারগুলি ভ্যানসহ রেখে পালিয়ে যায় তারা। পরে খবর পেয়ে প্রথমে বিমানবন্দরের পিবিএন ঘটনাস্থল থেকে চোরাই মালামাল উদ্ধার করে। তারপর পুলিশ উদ্ধারকৃত মালসহ ভ্যান জব্দ করে থানায় নিয়ে যায়। # 


পুরোনো সংবাদ

নীলফামারী 947686119831731361

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item