সৈয়দপুরে পাঁচদিন ব্যাপি ৯৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুরে পাঁচ দিনব্যাপী ৯৮তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ স্কাউটস্ দিনাজপুর অঞ্চলের পরিচালনায় ও সৈয়দপুর উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই কোর্স অনুষ্ঠিত হয়।

২২ সেপ্টেম্বর বাংলাদেশ স্কাউটস্ সৈয়দপুর উপজেলা শাখার সম্পাদক ও সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম এ কোর্সের শুভ উদ্বোধন করেন।

পাঁচদিন ব্যাপী ইউনিট লিডার বেসিক কোর্সের সৈয়দপুর উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসার মোট ৪০জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। কোর্সটিতে কোর্স লিডার ছিলেন মহব্বত আলী।

এতে সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উৎব্যাজার মো. আবু হাসনাত সরকারসহ ১০জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।

২৬ সেপ্টেম্বর পাঁচ দিনব্যাপী স্কাউট লিডার বেসিক কোর্সের সমাপণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউটার মো. মমিনুল ইসলাম মুকুল। সমাপণী অনুষ্ঠানে প্রশিক্ষাণার্থীদের মাঝে ব্যাজ, স্কার্ফ, ওয়াগান পরিয়ে দেয়া হয়। এছাড়াও কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।

 কোর্সের দেখাশুনা ও প্রশিক্ষক কোয়ার্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলার  বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) উডব্যাজার মো. আজিজুল বারী বসুনিয়া।

 সমাপণী অনুষ্ঠানে সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 8531623904784882067

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item