সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে গতকাল বুধবার (৮সেপ্টেম্বর) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। সৈয়দপুর উপজেলা প্রশাসন আয়োজনে ও বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ঢাকা আহ্ছানিয়া মিশন কাপ-আপ প্রকল্পেরসহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে দিবসের ওপর এক আলোচনা সভা হয়।

সৈয়দপুরউপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে সাক্ষরতা দিবসের  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল  মোমিন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো.শাহাজাহান মন্ডল,  ঢাকা আহ্ছানিয়া মিশন কাপ-আপ প্রকল্পের সৈয়দপুর ফিল্ড অফিসের ফিল্ড ম্যানেজার মো. আব্দুল করিম, বাঁশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহতাব-উল-শহিদ প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে সহকারি উপজেলা শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, মুসলিম এইড ইউকে বাংলাদেশ এর সৈয়দপুর অফিসের প্রিন্সিপাল মো. রিপন মিয়া ও উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর নিরঞ্জন কুমার শীলসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাপ-আপ প্রকল্পের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশন সৈয়দপুর ফিল্ড অফিসের মনিটরিং অফিসার মো. নূরে আলম সিদ্দিকী।

দিবসটি উপলক্ষে ঢাকা আহ্ছানিয়া মিশন পরিচালিত ৫টি আরবান কমিউনিটি লার্নিং সেন্টারে (ইউসিএলসি) রচনা প্রতিযোগিতা, সাক্ষরতা বিষয়ক নাটিকা, গান ও কবিতা প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও প্রকল্পের ৬৫ জন শিক্ষক এবং সৈয়দপুর ফিল্ড অফিসের ৮ জন কর্মী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে ওই সব প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠনের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন বিজয়ী হতে ওই পুরস্কার তুলে দেন।                                                  

পুরোনো সংবাদ

নীলফামারী 6356103551365423267

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item