পাগলাপীরে দূর্গা পূজা উৎসবে চলছে ঢিলেঢালা কেনাকাটা


এসএম রেদোয়ান বিন সেলিম রুহিত, পাগলাপীর ঃ
শারদীয় দূর্গা পূজা উৎসবে চলছে রংপুরের ব্যস্ততম বানিজ্যিক বন্দর পাগলাপীরের বিভিন্ন শপিং কমপ্লেক্সের শাড়ি ঘর, বস্ত্রবিতান, গার্মেন্টস, সু-স্টোর, কসমেটিকস সহ নানা প্রসাধ্বনির দোকানে কেনাকাটা। প্রত্যহ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পাগলাপীর সহ অঞ্চলের ২০টি ইউনিয়নের সনাতন হিন্দু ধর্মালম্বী কিশোর কিশোরী, যুবক যুবতী, পিতা মাতা সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ ক্রেতা সাধারন কেনাকাটা করছেন। শাড়ি, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, গ্যাঞ্জি, জামা, কামিজ, থ্রি পিচ সহ হরেক রকমের পোশাক আশাক। কেউ কেউ কেনাকাটা করছেন সু-স্টোরে স্যান্ডেল, জুতা ও কসমেটিকস এর বিভিন্ন প্রসাধ্বনি আবার অনেকে ছুটাছুটি করছেন মা দূর্গা দেবী সহ সকল দেবতাদের ভক্তি প্রদর্শনের উদ্দেশ্যে মুখে সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিউটি পার্লারের দোকানে আগাম অর্ডার দেওয়ার জন্য। স্বরজমিনে পাগলাপীর স্কুল কলেজ সুপার  মার্কেটের অনুপ্রিয়া বস্ত্রালয়ের প্রোপাইটর শ্রী দীপক কুমার রায়, দুদু এলাহী শপিং কমপ্লেক্সের কসমেটিকস ব্যবসায়ী শহিদুল ইসলাম, পাগলাপীর পাঁচতারা শপিং কমপ্লেক্সের সালমান ফ্যাশনের প্রোপাইটর অলি আহমেদ মিন্টু সহ বিভিন্ন সহ সাংবাদিককে বলেন পবিত্র ঈদুল ফিতর উৎসবের মতো কেনাকাটা জমে উঠেনি। এখন চলছে ঢিলেঢালা কেনাকাটা। শারদীয় দূর্গা পূজা উৎসবের এখনও ১২-১৩ দিন বাকী। তারা আশা প্রকাশ করছেন ৫-৬ দিন গেলে প্রত্যাশা অনুযায়ী কেনাকাটা জমবে। মফিজ উদ্দিন শপিং কমপ্লেক্সের নিউ ডিসেন্ট গার্মেন্টস এন্ড টেইলার্স এর প্রোপাইটর রবিউল ইসলাম রবি, শুভেচ্ছা বস্ত্রবিতান এর প্রোপাইটর খোরশেদ আলম খোকা, হাজী তছির উদ্দিন শপিং কমপ্লেক্সের চৌধুরী ফ্যাশনের প্রোপাইটর আব্দুল কাদের চৌধুরী ও রংপুর রোডের ইসলামি ব্যাংক সংলগ্ন বেবী ফ্যাশন শো রুমের প্রোপাইটর নাজমুল ইসলাম সহ পাগলাপীর বন্দরের বিভিন্ন ব্যবসায়ী মহল সাংবাদিককে বলছেন ভিন্ন কথা। তারা দাবী করে বলেন মহামারি করোনায় লকডাউনের কারনে মানুষজনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তাই এর প্রভাবে কেনাকাট ঢিলেঢালা চলছে। তবে তারাও আশা প্রকাশ করে বলেন এখনও দূর্গা পূজা উৎসবের ১২-১৩ দিন বাকী, আশা করছেন ৫-৬ দিনের মধ্যে কেনাকাটা জমে উঠবে। 


পুরোনো সংবাদ

রংপুর 4631365718722058180

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item