বীরগঞ্জে নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু মৃত্যু রোধকল্পে প্রশিক্ষণ


হাসান জুয়েল, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি ঃ
দিনাজপুরের বীরগঞ্জে বুধবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু মৃত্যু রোধকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সভাকক্ষে উপজেলা পরিষদের আয়োজনে,জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগিতায় নিরাপদ মাতৃত্ব, মা ও শিশু মৃত্যু রোধকল্পে প্রাতিষ্ঠানিক নিরাপদ প্রসব সেবার গুরুত্বারোপে উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আওতাভূক্ত স্থানীয় সরকারী, বে-সরকারী স্টেক হোল্ডারদের নিয়ে তিনব্যাপী অবহিতকরণ বিষয়ক প্রশিক্ষণে উপজেলা নির্বাহী অফিসার মো.আব্দুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও  উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি। প্রশিক্ষণে দিক-নির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম ও উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলিটেটর মো. নুর ইসলাম।

 অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা: শাহ আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিজপাড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা সাবিনা ইয়াসমিন ,বাংলাদেশ ওয়ার্ল্ড ভিশনের বীরগঞ্জ এপি ম্যানেজার মানুয়েল হাসদা, গুডনেইবারস্ বাংলাদেশ বীরগঞ্জ সিডিপির ম্যানেজার প্রাঞ্জলি মৃ, নিজপাড়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রহমত আলী। এসময় উপস্থিত ছিলেন নিজপাড়া ইউনিয়নের সকল ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবগ


পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3752632804243914874

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item