সৈয়দপুরে সুফলভোগী মৎস্য চাষী ৪টি গ্রুপের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

 


তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদ্যাপন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় গৃহিত কর্মসূচির ষষ্ঠ দিনে সুফলভোগী মৎস্য চাষী চারটি গ্রুপের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায়  সিনিয়র উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ে ওই উপকরণ বিতরণ করা হয়।

  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।

 এ সময় সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহ্মুদুল হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সানী খান মজলিস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহ্জাদী, উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম, সহকারি মৎস্য অফিসার খগেন্দ্র নাথ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

ওই দিন উপজেলার সুফলভোগী মৎস্য চাষী চারটি গ্রুপের মাঝে চুন ও সরিয়ার খৈল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সুফলভোগীদের হাতে ওই উপকরণগুলো তুলে দেন।

সুফলভোগী মৎস্য গ্রুপগুলো হচ্ছে, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কুজিপুকুর মৎস্য চাষী গ্রুপ, কামারপুকুর গুচ্ছগ্রাম মৎস্য চাষী গ্রুপ, চিকলী আশ্রয়ণ প্রকল্প পুকুর মৎস্য চাষী গ্রুপ ও খাতামধুপুর ইউনিয়নের তালপুকুর মৎস্য চাষী গ্রুপ। 

জাতীয় মৎস্য সপ্তাহ - ২০২১ উদ্যাপন উপলক্ষে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় গৃহিত বিভিন্ন কর্মসূচির সপ্তম দিনে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রয়েছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জেলা পর্যায়ে কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপণী অনুষ্ঠান।



পুরোনো সংবাদ

নীলফামারী 7469479492620486532

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item