ডোমারে নকল সার ও কিটনাশক তৈরী, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা


নির্ণয়,নীলফামারী॥ নীলফামারীর ডোমারে নকল সার ও কীটনাশক তৈরীর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর/২০২১) রাতে মটুকপুর স্কুল এন্ড কলেজ এলাকায়  সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন ভ্রাম্যমাণ আদালতে নিতাই সাহা নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এসময় নকল সার ও কিটনাশক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। 

বুধবার এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, গোপন সুত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয় রাত ১০টা পর্যন্ত। এতে দেখা যায় উপজেলার পাঙ্গামটুকপুর ইউনিয়নের মটুকপুর স্কুল এন্ড কলেজ সংলগ্ন  মৃত সুকুমার সাহার ছেলে নিতাই সাহা তার বাড়ীতে নকল কিটনাশক, সার ও বিভিন্ন সুনামধন্য কোম্পানীর মোড়ক তৈরী করেছে। এসব তৈরীর অন্যান্য সরঞ্জামাদি জব্দ ও উদ্ধার করা হয়। সেই সঙ্গে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিতাই সাহার নিকট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেকা নেয়া হয় । এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, ডোমার থানার এসআই ঠাকুরদাস রায়, এএসআই মহাদেব রায়, ফারুক হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।#




পুরোনো সংবাদ

নীলফামারী 6532370284509182814

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item