প্রতিবন্ধি আজিজুল ইসলাম মুন্সি হুইল চেয়ারে বসে নামাজ আদায় করতে চায়


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>

মানুষের জীবনে মনে কতোনা আশা অপূর্ণ থেকে যায়, এমনি একজন প্রতিবন্ধি মানুষ আশা করছে, শেষ বয়সে একটি হুইল চেয়ার পেলে বাকি জীবনটুকু সেই চেয়ারে বসে নামাজ আদায় করার ইচ্ছে প্রকাশ করেন নীলফামারীর এক অসহায় বৃদ্ধ প্রতিবন্ধি রফিকুল ইসলাম মুন্সি। ঘটনার বিবরণে জানা যায়, নীলফামারী কুখাপাড়া ওয়াবদা মোড় এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম মুন্সি (৬০)। স্ত্রী নুর নেহারসহ  ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে কাটছিল তার পারিবারিক জীবন। হটাৎ বাঁধসাধে নিয়তি, ২০১৪ সালে দারোয়ানী টেক্সাইল থেকে অটো ভ্যানযোগে নীলফামারী আসার পথে ফুলতলা টোবাকো নামক স্থানে পিক-আপ ভ্যান তাকে ধাক্কা দেয়। ঘটনা স্থলে তিনি গুরুত্বর অসুস্থ হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ ২ মাস চিকিৎসা শেষে ডাক্তার উপায় না পেয়ে তার বাম পা কেটে ফেলা হয়। সেই ৮ বছর যাবত পরিবারের ৬ সদস্য নিয়ে অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছেন তিনি। বড় মেয়ে আঞ্জুআরার বিয়ে দেয়, ছোট মেয়ে আফছানা মিম দশম শ্রেনী ও অপরটি মৌ ৩য় শ্রেনীতে পড়ালেখা করছে। একমাত্র ছেলে রুহুল আমিন এসএসসি পাশ করে বাবা খরচ যোগাতে না পারায় লেখাপড়া বন্ধ করে দেয়। সংসারে অভাবের কারণে স্ত্রীকে সাথে নিয়ে বাড়ির পাশে একটি ছোট জায়গা ভাড়া নিয়ে চা, বিস্কিট ও পানের দোকান করে অতিকষ্টে জীবন যাপন করছে। কিন্তু একটি পা হারিয়ে ক্সাসে ভরদিয়ে কোনরকম দোকানে আসা যাওয়া করেন। রফিকুল ইসলাম মুন্সি জানান, ভাগ্যের নির্মম পরিহাস পা হাড়িয়ে আজ আমি পঙ্গু। আল্লাহকে রাজি খুশি করতে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করি। এমন অবস্থায় বাধরুম টয়লেট সারতে যেমন কস্ট হয়, তারচেয়ে বেশী কস্ট হয় নামাজ আদায় করতে। কোন স্ব-হৃদয়বান ব্যক্তি আমাকে একটি হুইল চেয়ার উপহার দিলে বাকি জীবনটা সেই চেয়ারে বসে নামাজ আদায় করতাম। যার জন্য নিম্ন লিখিত- ০১৯২৪-১২৬০৭৯ ফোন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেন অসহায় প্রতিবন্ধি রফিকুল ইসলাম মুন্সি। 


পুরোনো সংবাদ

নীলফামারী 5443087152458127059

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item