সৈয়দপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিকমানের চার বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে তিন বছরে রূপান্তরের অযৌক্তিক ও আত্মঘাতী উদ্যোগ বন্ধ, বিএনবিসি - ২০২০ এর বিতর্কিত ধারা উপধারা সংশোধন, ছাত্র-শিক্ষক ও পেশাজীবীদের পেশাগত সমস্য সমাধান এবং ডিগ্রী ইঞ্জিনিয়ারদের সংগঠন আইইবির ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সভা হয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায়  সৈয়দপুর শহরের সাহেবপাড়া গেটবাজার সংলগ্ন আইডিইবির কার্যালয়ে ওই সভা করেছে বাংলদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখা।  

 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মো. মাহবুবার রহমান।

 এতে বিশেষ অতিথি ছিলেন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির  অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ভোকেশনাল শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. সেলিমুর রহমান ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ রংপুর জেলা সদস্য সচিব মো. সাইফুর রহমান।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার আহবায়ক মো. তহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায়  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবির  সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি  মো. আজিজুল ইসলাম, সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোনায়মুল হক,  সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বাংলদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মো. নিজামুল হক, সদস্য সচিব মো. রুহুল আমিন, যুগ্ম -সদস্য সচিব পীযুষ কান্তি রায় ও সদস্য মাহাবুবুর রহমান প্রমূখ। 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার যুগ্ম- সদস্য সচিব মোমিনুল ইসলাম পুরো প্রতিবাদ সভাটি উপস্থাপনা করেন।

 উক্ত প্রতিবাদ সভা বক্তারা বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের চার দফা দাবি আদায়ে সকল ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। সেই সঙ্গে সংগঠনের প্রতিটি আন্দোলন কর্মসূচিতে সকল স্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের স্বতঃস্ফুর্তভাবে অংশ গ্রহনের মাধ্যমে দাবি আদায়ে অগ্রণী  ভূমিকা রাখারও আহবান জানানো হয়েছে। এছাড়াও আইডিইবর ৪ দফা দাবি অবিলম্বে মেনে নেয়ার  জন্য সরকারের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। অন্যথায় আগামীতে সংগঠনের চার দফা দাবি আদায়ে  নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন সংগ্রামের কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে  প্রতিবাদ সভায় বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।


পুরোনো সংবাদ

নীলফামারী 1609368687602545174

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item