পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু


মুহম্মদ তরিকুল ইসলামঃ
পঞ্চগড় জেলাধীন বোদা উপজেলার শিমুলতলি এলাকায় ট্রাকের ধাক্কায় মোহছেনা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছে। নিহতের বাড়ি চন্দনবাড়ি ইউনিয়নের শিমুলতলি এলাকার জোড়পাখুরি গ্রামে। সে ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের উপর উক্ত ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোহছেনা বেগম তার ছেলে নুরুজ্জামানকে নিয়ে বাড়ির পাশের একটি ধানক্ষেতে মাছ ধরতে যায়। মাছ ধরা শেষে নুরুজ্জামান সাইকেল নিয়ে বাসায় ফিরছিল। মোহছেনা বেগম ছেলের পিছনে হাঁটতে শুরু করে। এ সময় বোদা-দেবীগঞ্জ সড়ক পার হতে গিয়ে দেবীগঞ্জ থেকে বোদাগামী একটি পন্যবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় মোহছেনা বেগমের মাথায় আঘাত পেয়ে মাথার খুলি ভেঙে মগজ বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোহছেনা। নিহতের মরদেহ তার স্বজনরা বাসায় নিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। অতঃপর পুলিশ লাশ উদ্ধার করে লাশের সুরৎহাল করেছে। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চেীধুরী সড়ক দূর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যরা কোন অভিযোগ করলে আইন অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহন করবো।


পুরোনো সংবাদ

পঞ্চগড় 1667893710289923262

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item