অরূণিমা সাহিত্য সম্মাননা পেলেন নাগেশ্বরীর ম্যাজিক লণ্ঠন-সুব্রত ভট্টাচার্য


কুড়িগ্রাম প্রতিনিধি: 

অরূণিমা সাহিত্য সম্মাননা পেয়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অব.শিক্ষক, বিশিষ্ট সাহিত্য-সঙ্গীত ব্যাক্তিত্ব ও নজরুল গবেষক সুব্রত কুমার ভট্টাচার্য। কুড়িগ্রামের “অরূণিমা” সাহিত্য পত্রিকার সেপ্টেম্বর সংখ্যার মোড়ক উম্মোচন উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা সাধারণ পাঠাগারে এ সম্মাননা প্রদান করেন “অরূণিমা সাহিত্য পরিষদ”। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ ব্যাক্তিত্ব সুব্রত কুমার ভট্টাচার্জের ৭৮তম জন্মদিনের কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কবি ও ছড়াকার হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং অরূণিমা সাহিত্য পত্রিকার সম্পাদক হাসান পলাশের সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবিব নিলু, কবি, গল্পকার, গীতিকার, নাট্য শিল্পী ও সাংবাদিক আব্দুল খালেক ফারুক, আবৃত্তিকার ও লেখক মুহাম্মদ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম সাহিত্য পরিষদের সভাপতি ফরিদা ইয়াসমিন বেবি, জেলা রোভার কমিশনার আব্দুল ওয়াদুদ, দ্বি-মাসিক উচ্ছ্বাস এর সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান হৃদয়, প্রথম আলো-বন্ধুসভার সভাপতি আসিফ ওয়াহিদ, অরূণিমা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, কবি আবু তৈয়ব মুছা, তারুণ্যের ঐক্য সমাজ উন্নয়ন সংগঠন এর সাধারণ সম্পাদক বাবু মিয়া প্রমুখ। এ সময় জেলার বিভিন্ন উপজেলার সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীগণ উপস্থিত ছিলেন। 


পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 1562112733409991852

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item