চিলাহাটিতে যোগাযোগ, কর্মসূচি সঞ্চালন ও নথিভুক্তিকরণ বিষয়ক প্রশিক্ষণ




নীলফামারি জেলার ডোমার উপজেলার চিলাহাটিতে যোগাযোগ, কর্মসূচি সঞ্চালন ও নথিভুক্তিকরণ  বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে কেতকীবাড়ি মানবিক  উন্নয়ন লোককেন্দ্রে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন হয়। একশনএইড বাংলাদেশ  ও ইউএসএস নীলফামারী এর সহযোগিতায়  একশন ফর ইম্প্যাক্ট (এ৪আই) প্রজেক্ট এর আওতায় প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ  চান্দখানা সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল কবীর প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় ইউএসএস এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মোঃ নুরন নবী ইসলাম উপস্থিত ছিলেন। ২৫ জন যুব সদস্যকে ( ছেলে ১৩ মেয়ে ১২ জন ) নিয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ অনুষ্ঠানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করেন মোঃআবুল কালাম, মোছা মুন্নি আকতার  ও আব্দুল্লাহ আল আসাদ।

প্রশিক্ষণ সম্পর্কে ইউ এস এস এর প্রোগ্রাম ফ্যাসিলিটেটর মোঃ নুরন নবী ইসলাম বলেন, যুবদের নেতৃত্ব বিকাশের জন্য উক্ত ট্রেনিং টি  দৈনিক জীবন কর্ম জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  একজন সফন যোগাযোগ  কারী , একটি প্রকল্প বাস্তবায়নের জন্য যা  কাজ করা দরকার উক্ত ট্রেনিং এ আলোচনা করা হয়।  ভবিষ্যৎ  কর্ম জীবনে এই যোগাযোগ,  কর্মসূচি সঞ্চালনা বিষয়ক প্রশিক্ষন টি যুবদের পথ প্রদর্শক  হিসেবে কাজ করবে।




পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 6349125292488355904

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item