সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষককে চাকরিচ্যুত করার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন


নির্ণয়,নীলফামারী
-নীলফামারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের এক শিক্ষককে বহিষ্কার করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এতে প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। তাঁদের পক্ষ থেকে অবিলম্বে ওই শিক্ষকের চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করার দাবি জানানো হয়েছে। 

 বুধবার(১১ আগষ্ট/২০২১) দুপুর ১২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে শহীদ ডা: জিকরুল হক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, গত ৫ আগষ্ট আমাদের এ প্রতিষ্ঠানের প্রিয় শিক্ষক মোস্তাফিজুর রহমান স্যারকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হয়েছে। স্যারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তিনি প্রাইভেট পড়ানোর সময় একটি ব্যাচে সহকর্মীদের নিয়ে কটুকথা বলেছেন এবং কলেজ প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তুলে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তারা আরো বলেন, স্যারের বিরুদ্ধে আনা এমন অভিযোগ স¤পূর্ন মিথ্যে ও ভিত্তিহীন। কেনানা অভিযোগে যেদিনের কথা উল্লেখ করা হয়েছে সেদিন ছিল সৈয়দপুর পৌরসভার নির্বাচন। তাই স্যার ওইদিন কোন ব্যাচেরই প্রাইভেট পড়াননি। কলেজ প্রশাসন বিশেষ করে সাবেক অধ্যক্ষ স্যার স্বৈরিতান্ত্রিক কায়দায় অন্যায়ভাবে মোস্তাফিজুর রহমানের মত একজন ভাল শিক্ষককে চাকরিচ্যুত করেছেন। 

বক্তারা অবিলম্বে ওই শিক্ষকদের চাকরিচ্যুতির আদেশ প্রত্যাহার করে কলেজে ফিরিয়ে আনার দাবি জানান।

উক্ত মানববন্ধনে বক্তব্য দেন প্রতিষ্ঠানে শিক্ষার্থী মুনতাছির আহাদ, মেহেদী হাসান, সাফায়েত হোসেন স্বচ্ছ প্রমূখ। # 


পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 4809402754377947182

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item