জাতীয় মৎস্য সপ্তাহে নীলফামারীতে ৪০মাছ চাষীকে দেয়া হলো মৎস্য উপকরণ


নির্ণয়,নীলফামারী-
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে নীলফামারীতে ৪০জন মৎস্য চাষীকে মৎস্য উপকরণ দিয়েছে সদর উপজেলা মৎস্য অফিস।  সোমবার(৩০ আগষ্ট/২০২১) দুপুরে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের উত্তর রামকলা এলাকায় ‘আদর্শ মৎস্য গ্রামে’ এই উপকরণ বিতরণ করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. শারমিন আখতার, বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, স্বাদু পানি উপকেন্দ্র, সৈয়দপুর মো. শওকত হোসেন প্রমুখ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, ৪০জন মৎস্য চাষির মধ্যে প্রত্যেককে ১০ কেজি করে চুন, সার ও মাছের পোনা বিতরণ করা হয়। ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ শ্লোগানে শুরু হওয়া মৎস্য সপ্তাহটি চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত। এসময়ে গ্রামে গঞ্জে প্রামাণ্য চিত্র প্রদর্শণ, পোনা মাছ অবমুক্তকরণ, মাছ চাষীদের উপকরণ বিতরণ, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সফল চাষীদের পুরস্কার বিতরণ করা হবে।’ # 


পুরোনো সংবাদ

নীলফামারী 1396535780605199041

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item