জলঢাকায় গণ টিকাদান কর্মসুচিতে শতভাগ উপস্থিতি


মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ 

জীবন না বাঁচলে জীবিকা কোন কাজে আসবে না ভ্যাকসিন নিন, সুরক্ষিত থাকুন" এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা  উপজেলায় গণ টিকাদান কর্মসুচিতে ব্যাপক সাড়া পড়েছে। আজ শনিবার সকালে জলঢাকা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসুচির আনুষ্ঠানিক  উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর। পরে তারা বিভিন্ন ইউনিয়নের টিকাদান কর্মসুচি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর ও অফিসার ইনচার্জ ফিরোজ রশীদ প্রমুখ। অপরদিকে  উপজেলার শৌলমারী ইউনিয়নের দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ'লীগের সাধারন সম্পাদক প্রানতোষ রায় পলাশ। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আঃ বারী, স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও ইউনিয়ন আ'লীগের সভাপতি আতিয়ার রহমান  প্রমুখ। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান,  উপজেলা প্রশাসন, থানা পুলিশ, স্বাস্থ্য কর্মকর্তা  ও রাজনৈতিক নেতৃবৃন্দ শৌলমারী ইউনিয়ন  টিকাদান কর্মসুচির কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এসময় স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর জানান, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উদ্বোধনী দিনে ৭ হাজার ২ শত টিকা প্রদান করা হয়। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নারী পুরুষের ব্যাপক উপস্থিতি এই কর্মসুচিকে সফল করেছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স এই টিকাদান কর্মসুচি বাস্তবায়ন করে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 6049329550432990581

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item