পার্বতীপুরে অপরাধ ও অপরাধীদের দমনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত


এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অপরাধ ও অপরাধীদের দমনে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত গত ২২ দিনে ১১ টি মামলায় ৯ জনের কারাদন্ড ও ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা করেছে। বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৯ জনকে পনের দিন থেকে দেড় বছরের পর্যন্ত কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনার কারনে এলাকায় অপরাধীদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে এবং সেই সাথে অপরাধ প্রবণতা কমতে শুরু করেছে। পার্বতীপুরে দীর্ঘদিন সহকারী কমিশনার (ভূমি)’র পদ শূণ্য থাকার পর গত ৮ই আগষ্ট সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পার্বতীপুরে যোগদান করেন প্রীতম সাহা। তারুণ্যদীপ্ত এই কর্মকর্তা যোগদানের পর থেকে গত ২২ দিনে তাঁর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ টি মামলায় ৯ জনের কারাদন্ড ও ১২ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধ দমনে তাঁর এই কর্মতৎপড়তা এলাকায় প্রশংসিত হয়েছে।

আজ দুপুরে সরাসরি পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহার সাথে কথা হলে তিনি বলেন, অপরাধ ও অপরাধীদের দমনে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। পার্বতীপুরকে অপরাধ মুক্ত করতে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধ করে কেউ পার পাবে না। এ জন্যে তিনি সর্বমহলের সহযোগীতা কামনা করেন। 


পুরোনো সংবাদ

দিনাজপুর 2100437591382465501

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item