সৈয়দপুরে অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান


তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

নীলফামারীর সৈয়দপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়,  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে দেয়া খাদ্য সামগ্রী তাদের ৬০ জন অস্বচ্ছল সদস্যদের মাঝে হস্তান্তর করেছে। সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টায় সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে ওই খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন ও প্রশিক্ষক মো. আবু বক্কর সিদ্দিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  সৈয়দপুর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. মোশাররফ হোসেন জানান,স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ওই খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ডাল, চাল, আলু পিঁয়াজ ও সাবান। ওই দিন উপজেলার আনসার ও ভিডিপি’র ৬০ জন অস্বচ্ছল সদস্যের হাতে খাদ্য সামগ্রীর একটি করে ব্যাগ হস্তান্তর করা হয়েছে।          

                                                                        


পুরোনো সংবাদ

নীলফামারী 598564229153686943

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item